ট্রেনে পাথর ছোড়া বন্ধে রেলওয়ে পুলিশের সচেতনতা সভা। ছবি: বাংলানিউজ

চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রেলওয়ে পুলিশ। ২ জানুয়ারি (রোববার) এ কর্মসূচি পালন করা হয়। খবর বাংলানিউজের।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে বড়তাকিয়া রেলওয়ে এলাকায় চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে সচেতনতা সৃষ্টিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয় ব্যক্তিরা এবং সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়িসহ রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ট্রেনে পাথর ছোড়ার কুফল সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।