চলন্ত অবস্থায় মোটরসাইকেলের সমস্যায় করণীয় জানিয়েছে হাইওয়ে পুলিশ। ছবি: সংগৃহীত

বর্তমানে অধিকাংশ বাইকের সামনে ডিস্ক ব্রেক দেওয়া থাকে। এরপরও চলন্ত অবস্থায় সামনের ব্রেকের ক্যাবল ছিঁড়ে যেতে পারে। এ ক্ষেত্রে করণীয় কী, তা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টারে বলা হয়, ‘চলন্ত অবস্থায় সামনের ব্রেকের ক্যাবল ছিঁড়ে গেলে পেছনের ব্রেক আচমকা চেপে ধরবেন না। ছোট ছোট এবং বারবার ব্রেক ধরে বাইকের স্পিড কমিয়ে আনুন।’