চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী রূপনগর আবাসিক এলাকা থেকে সাড়ে ৭ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (১৮), উপাইরা বিবি (২২) ও মোছা. খুরশিদা (২৫)। ফয়সাল কক্সবাজারে উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা শামসুল আলমের ছেলে। উপাইরা চট্টগ্রামের লোহাগাড়ার এবং খুরশিদা কক্সবাজারের টেকনাফের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে ১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার চালিতাতলী রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৭ হাজার ৫০০টি ইয়াবাসহ মো. ফয়সাল, উপাইরা বিবি ও মোছা. খুরশিদাকে গ্রেপ্তার করা হয়।