সিএমপির কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার অপহরণ চক্রের তিন সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে। একই সঙ্গে তাঁর মুক্তিপণের নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিন আসামির নাম ছখিনা বেগম ওরফে হাছিনা ওরফে মর্জিনা, মো. শাহজাহান ওরফে জয় ও মোসা. কনা বেগম।

সিএমপি জানায়, ফিশিং বোটের মাঝি মো. কামরুল হোসেন ৪ অক্টোবর পুরাতন ফিশারিঘাট এলাকায় অপহরণের শিকার হন। অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারকে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে কামরুলকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

মামলা হওয়ার পর সিএমপির কোতোয়ালি থানার একটি দল চট্টগ্রাম মহানগরের বন্দর, পতেঙ্গাসহ হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত ছখিনা, শাহজাহান ও কনাকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মুক্তিপণের ৭১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে কামরুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশের দলটি।