চট্টগ্রাম নগরীতে ডিবির অভিযানে গ্রেপ্তার চার প্রতারক। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পাহাড়তলী থানা এলাকায় ১৮ এপ্রিল (সোমবার) বিকেলে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার চার আসামির নাম মো. আল আমিন, আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল, মো. কামাল হোসেন (৩১) ও রুহুল আমিন।

সিএমপি জানায়, ডিবির একটি দল ১৮ এপ্রিল বিকেল সোয়া ৫টার দিকে সিএমপির পাহাড়তলী থানার অলংকার এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসদৃশ ধাতব বস্তুকে স্বর্ণ বলে বিক্রির প্রতারক চক্রের সদস্য আল আমিন, আশরাফুল, কামাল ও রুহুলকে গ্রেপ্তার করে। তাঁরা দীর্ঘদিন ধরে স্বর্ণসদৃশ সোনালি রঙের ধাতব বার তৈরি করে স্বর্ণ বলে প্রতারণার মাধ্যমে বিক্রি করে আসছিলেন। তাঁরা প্রতারণার কৌশল হিসেবে টার্গেট ব্যক্তির সামনে রিকশা নিয়ে উপস্থিত হন। তাঁদের সঙ্গে থাকা স্বর্ণসদৃশ ধাতব বারটি রাস্তা কিংবা যানবাহনে টার্গেট ব্যক্তির সামনে কৌশলে ফেলে দেন এবং তাঁদেরই একজন সেটি সংগ্রহ করে টার্গেট ব্যক্তির সামনে স্বর্ণের বার হিসেবে উপস্থাপন করে বিক্রির জন্য প্রলুব্ধ করেন। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে এমন ছয়টি স্বর্ণসদৃশ ধাতব বস্তু এবং দুটি রিকশা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।