গ্রেপ্তার দুই আসামি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব। ওই সময় দুইজনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গতকাল শুক্রবার রাত ২টার দিকে নগরীর কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। খবর সমকালের।

গ্রেপ্তার আসামিরা হলেন—কক্সবাজারের চকরিয়ার পূর্ব নয়াপাড়ার মো. রিদওয়ান ওরফে হৃদয় (২৫) এবং একই গ্রামের মো. রিদোয়ান (১৯)। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক দাম এক লাখ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে বিক্রির জন্য মাইক্রোবাসে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

ওই সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি থামিয়েই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।