করোনাভাইরাস I প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার সাড়ে ৪ শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১১৮ জন রোগী শনাক্ত হন। সংক্রমণ হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। খবর বাসসের।

চট্টগ্রামের করোনা-সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নগরীর দশ ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ২ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১১৮ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে শহরের ৮৪ ও দশ উপজেলার ৩৪ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৫ হাজার ৯০৪ জন। এর মধ্যে শহরের ৯১ হাজার ৫৪৯ ও গ্রামের ৩৪ হাজার ৩৫৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে মিরসরাইয়ে ১৩ জন, হাটহাজারী ও সন্দ্বীপে ৪ জন করে, বোয়ালখালীতে ৩ জন, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান ও কর্ণফুলীতে ২ জন করে এবং পটিয়া ও চন্দনাইশে একজন করে রয়েছেন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কারও মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।