র‌্যাবের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি-সংগৃহীত

চট্টগ্রামে মো. আউয়াল (৩৯) ও ওমর ফারুক (৩৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকা থেকে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

গ্রেপ্তার আউয়াল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফ পাড়া গ্রামের বাসিন্দা এবং ওমর ফারুক একই থানার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় আদালত তাঁদের যাবজ্জীবন সাজা দেন।

র‍্যাব জানায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় ২০১৫ সালের এক হত্যা মামলার আসামি ছিলেন মো. আউয়াল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।

অন্যদিকে গ্রেপ্তার ফারুক একই থানার ২০১৪ সালের এক হত্যা মামলার আসামি। মামলার পর থেকে দীর্ঘ ১০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

আদালত দুই মামলাতেই তাঁদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন। তাঁরা চট্টগ্রামে ছদ্মনামে আত্মগোপন করে ছিলেন।