চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের একাংশ। ছবি: সিএমপি

চট্টগ্রামে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দামপাড়ার পুলিশ লাইনসে স্থাপিত জাদুঘরটিতে শুক্রবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন আয়োজকরা।

বন্দর নগরীর বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে নতুন প্রজন্মের কাছে তাঁদের অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন।