নগদ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার একজন। ছবি: চট্টগ্রাম মহানগর পুলিশ

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় দিদার এন্টারপ্রাইজ নামের একজন নগদের এজেন্ট মুহাম্মদ দিদারুল আলমের দোকান থেকে গত মঙ্গলবার সকালে এক লোক ২ লাখ টাকা ক্যাশ ইন করার জন্য আসেন। দিদারুল আলমের কর্মচারী মো. আল আমিন ২ লাখ টাকা নগদ এজেন্ট নাম্বারে স্থানান্তর করেন। এরপর ওই দিন সকালে ওই ২ লাখ টাকার মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নেয়।

এ ঘটনা পাহাড়তলী থানাকে জানালে ওই থানার একটি দল বুধবার বিকেলে বাবুল মিয়া (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে হ্যান্ড ক্যাশ ২৫ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং ৬টি রবির সিম জব্দ করা হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতার বাবুল মিয়া নেত্রকোনার কলমাকান্দা থানাধীন কৃষ্ণপুর এলাকার আবদুল আজিজের ছেলে।