পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় একটি কাপড়ের দোকানের তালা ভেঙে ২১ লাখ ৭৮ হাজার টাকা চুরির অভিযোগে ওই দোকানের ম্যানেজারকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা। চুরি যাওয়া টাকার মধ্যে ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (১ জুন) আসামি মোহাম্মদ মিরাজ উদ্দিন ওরফে হাসানের (৩০) গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন আফজলনগর এলাকা থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা টাকা। ছবি : বাংলাদেশ পুলিশ

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী জানান, টেরিবাজারে ভুক্তভোগী মনজুরুল আলমের কাপড়ের দোকান রয়েছে। গত ২৮ মে রাতে তাঁর দুই কর্মচারী দোকান বন্ধ করে চলে যান। পরদিন তিনি দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী।

তিনি আরও জানান, তদন্তের একপর্যায়ে দোকানের ম্যানেজার মিরাজকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির কথা স্বীকার করেন তিনি। মিরাজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর গ্রামের মসজিদের কবরস্থান থেকে টাকা উদ্ধার করা হয়।