পুলিশের হেফাজতে গ্রেপ্তার মো. আবদুল কাদের। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০ লাখ টাকাসহ চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে।

২৮ ডিসেম্বর সিএমপির কোতোয়ালি থানাধীন টাইগারপাস থেকে মো. আব্দুল কাদের নামের ওই হোতাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর কাপড় বিক্রির কথা বলে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা জনৈক মান্নানের কাছ থেকে বিশ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয় সিএমপির কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা হয়।

মামলার প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুনের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেনের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ২৮ ডিসেম্বর সিএমপির কোতোয়ালি থানাধীন টাইগারপাস থেকে চোরচক্রের মূলহোতা মো. আবদুল কাদেরকে গ্রেপ্তার করে। এ সময় চুরি যাওয়া বিশ লক্ষ টাকার মধ্যে দশ লক্ষ টাকা তার হেফাজত থেকে উদ্ধার করা হয়।