পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই মালপত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার সদস্যরা।

শনিবার (২০ জানুয়ারি) নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে আসামি মো. সুমন ডার্বিকে গ্রেপ্তার করা হয়।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, সম্প্রতি ইপিজেড থানাধীন টিম অ্যাপারেলস নামের কারখানা থেকে ৪০টি সিলিং ফ্যান, ৩০টি সুইং মেশিন হেড, ৩০টি সুইং মেশিনের মোটর এবং ৪ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় মামলা করে কারখানা কর্তৃপক্ষ।

তিনি জানান, তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে বন্দর থানা এলাকা থেকে ৩০টি সিলিং ফ্যানের বডি, ৮৭টি সিলিং ফ্যানের ব্লেড, ১২টি মোটর, ১০টি ব্যাটারিসহ বেশ কিছু চোরাই মালপত্র উদ্ধার করা হয়। চুরি যাওয়া বাকি মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।