চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলের ৩৫ টন লোহা ডাকাতির পর প্রতিষ্ঠানটির কর্মচারী আবুল হাসেম নিরবকে (১৯) হত্যার ঘটনায় অভিযুক্ত ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আকবরশাহ থানার পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর পাহাড়তলী, খুলশী, হালিশহর ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- মো. রকি (২২), মো. রাসেল আখন (২৭), মো. আব্দুল্লাহ (২০), মো. রানা পারভেজ (১৯), মো. ইব্রাহিম (২০), মো. আব্দুর রায়হান (১৯), মোহাম্মদ আলী রমজান ওরফে রানা(২০), মো. আব্দুল জলিল (৬২), মো. মজিবুর রহমান রিপন (৩০) ও মো. সাজ্জাদ (৩০)।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর আবুল খায়ের স্টিল মিলের ৩৫ টন লোহা ডাকাতির পর কর্মচারী আবুল হাসেম নিরবকে হত্যা করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, লুণ্ঠিত লোহা, টেম্পোসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।