পুলিশি হেফাজতে গ্রেপ্তার চোর চক্রের সাত সদস্য

চট্টগ্রামের হাটহাজারী থানার পুলিশ সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের হোতাসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত টানা অভিযানে চট্টগ্রাম মহানগরী ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই তিনটি অটোরিকশা জব্দ করা হয়। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চক্রের মূল হোতা মো. সুমন (২৭), মো. রিয়াদ (২২), দেলোয়ার হোসেন (২৬), আবু তালেব (৩১), আলমগীর হোসেন (৩৫), মো. রাসেল খাঁন (২৯) এবং মো. আনিছ (২৬)।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ১৮ ডিসেম্বর রাত দেড়টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার একটি বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সাহায্যে চট্টগ্রাম মহানগরী ও বাঁশখালী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের হোতা সুমনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।