চট্টগ্রামে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া আট ব্যক্তি। ছবি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রামে জুয়া খেলার অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে তাসের ৮টি বান্ডিল এবং ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে ১ নম্বর দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনী-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাসের ৮টি বান্ডিল এবং ৪৯ হাজার ৫০০ টাকাসহ মো. নাসির উদ্দিন (৫২), মো. আজাদ (৩৫), মো. ইলিয়াছ (৪৫), মো. হেলাল উদ্দিন (৩২), মো. আব্দুল হান্নান খন্দকার (৪৯), মো. তাজুল ইসলাম (৪০), জেবেল আহম্মদ (৫৫) ও রঞ্জিত কুমার দাশকে (৫৯) গ্রেপ্তার করে।

ওই ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।