কক্সবাজারের চকরিয়া থানাপুলিশ ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে । এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাত ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের গহীন জঙ্গল থেকে এসব গরু উদ্ধার করে পুলিশ। খবর ঢাকা মেইলের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— রামকৃষ্ণপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঢাকিপাড়া এলাকার মিজানুর রহমান ও কক্সবাজারের ঈদগাঁহর মো. শাহীন।

গরুর মালিক কুমিল্লা চান্দিনা থানার মাদাইয়া এলাকার আবুল কালাম বলেন, মঙ্গলবার কুমিল্লা নিয়ে যাওয়ার সময় সড়কে ব্যারিকেড দিয়ে ১৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ খবরে সদর সার্কেলসহ ২০/২৫ জনের একটি টিম সেখানে গেলে সাড়ে ৭টার দিকে গরুগুলো উদ্ধার করতে সক্ষম হই।

স্থানীয়রা বলছেন, এসব ডাকাতদের সিন্ডিকেট অনেক বড়। বিভিন্ন প্রভাবশালী মহল থেকে তারা সহযোগিতা পাচ্ছে। তাই বেপরোয়া ডাকাতদল। তবে নিয়মিত অভিযান চালানো হলে চুরির তৎপরতা কমে আসতে পারে।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, ডুলাহাজারার ৪০ জনের ওপরে চিহ্নিত ডাকাত এ কাজে জড়িত। নতুন কায়দায় অন্য শক্তি নিয়ে তারা আবারও এ কাজ শুরু করেছে। তাদের গ্রেপ্তার করলে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, চকরিয়া থেকে ডুলাহাজারা নিয়ে যাওয়ার পথে ১৭টি গরু ছিনতাইয়ের খবর পাই। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।