সংবাদ সম্মেলনে কথা বলছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। ছবি : বাংলাদেশ পুলিশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরা জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) আশাশুনি থানাধীন প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এবং শ্যামনগর থানাধীন গাবুরা ও পদ্মপুকুর এলাকার মোট ২৯টি আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেছে জেলা পুলিশ।

এ সময় সরকারিভাবে ২৫ টন চাল এবং সরকারিভাবে ৫০০ ও স্থানীয়ভাবে ৫০০ প্যাকেট শুকনা খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট, গুড় ও খাবার পানি) বিতরণ করা হয়।

এ সময় উপকূলবর্তী শ্যামনগর থানার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও জেলা প্রশাসক।

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।ঘূর্ণিঝড়ের কবল থেকে আরও ৩০ হাজার মানুষকে উদ্ধারের কার্যক্রম চলছে।

আশ্রয়কেন্দ্র পরিদর্শন করছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

ঘূর্ণিঝড়কবলিত এলাকায় সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিগণ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।