উদ্ধার করা মোবাইল ফোন ও সরঞ্জাম। ছবি : ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে ১১টি চোরাই মোবাইল ফোন, একটি ফ্লাই রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কদমতলী থানা এলাকা থেকে আসামি মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম বলেন, গত ২৭ অক্টোবর রাতে যাত্রাবাড়ীতে একটি বাসার জানালার গ্রিল কেটে মোবাইল ও টাকা চুরি করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে আসামির অবস্থান শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।