সাজেদা বেগম নামের গ্রাম পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন এসপি মাসুম আহম্মদ ভূঞা।

‘জীবনযুদ্ধে জয়ী’ সাজেদা বেগম নামের এক গ্রাম পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসের দিন (৮ মার্চ) বিকেলে তাঁর হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মাসুম আহম্মদ ভূঞা। খবর নিউজবাংলা টোয়েন্টিফোরের।

এসপি বলেন, ‘ক্ষেতলালের ফাঁসিতলা এলাকায় ২০০৬ সালের ১৩ ডিসেম্বর রাত্রীকালীন ডিউটি পালনের সময় গ্রাম পুলিশ সদস্য আব্দুল জলিল সরদারকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। জলিল সরদারের মৃত্যুতে তার স্ত্রী দুই মেয়ে মুর্শিদা পারভিন জলি ও খুরশিদা পারভিন পলিকে নিয়ে বিপদে পড়েন।

‘পরে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশের চাকরিতে যোগ দেন সাজেদা। এই গ্রাম পুলিশের চাকরির বেতন দিয়ে দুই মেয়েকে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পাস করান।’

এই কারণে জীবনযুদ্ধে জয়ী এই নারী গ্রাম পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে বলেও জানান এসপি মাসুম।