গ্রেপ্তার দুই আসামি। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৭ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন কুড়িগ্রাম রাজারহাটের তালুক আশারু গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) ও শাহিদুল ইসলাম (৩৩)।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কাপাশিয়া গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। খবর সমকালের।

আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর উপজেলার কাপাশিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ওই মাইক্রোবাস থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করা হয়। ওই সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাইক্রোবাসটির চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামিরা। তাঁদের নামে মামলা হয়েছে। সংশ্লিষ্ট থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।