গোপালগঞ্জে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় অবৈধ কারেন্ট জাল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মধুমতি নদীতে বুধবার অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে সদর উপজেলা মৎস্য অফিস। খবর বাসসের।

ওই সময় ৩ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। এ ছাড়া ইলিশ বিক্রি বন্ধে প্রতিদিনই গোপালগঞ্জের হাটবাজারে উপজেলা মৎস্য অফিস ও জেলা মৎস্য অধিদপ্তর তদারক করছে।
গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান রিগান বলেন, ‘আমরা মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা, উরফি, পাইকান্দি, সুকতাইল, লতিফপুর ও জালালাবদে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। বুধবার অভিযান চলাকালে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ জব্দ করেছি।’

তিনি আরও বলেন, জাল অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, মা ইলিশ রক্ষায় গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার মধুমতি নদীতে ৭ অক্টোবর থেকে অভিযান শুরু হয়েছে। এই অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।