গোপালগঞ্জে কবির হত্যার হোতা হাসানকে বুধবার যশোরের অভয়নগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে কবির সরদারকে হত্যার হোতা হাসান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের অভয়নগর থেকে বুধবার সকালে হাসানকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ।

হাসানের বাড়ি গোপালগঞ্জ সদরের ভোজেরগাতী গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কবিরকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ২ নভেম্বর সন্ধ্যার দিকে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের ভোজেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্থানীয় হাসান শেখ (২৫), টিটু সরদার (১৭) ও অন্য কয়েকজন মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল। একপর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে খেলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আরোজ আলী সরদার বিষয়টি মীমাংসা করে দেন।

এর কিছু সময় পর প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিটু সরদার ও কবির সরদারকে কুপিয়ে আহত করে হাসান। পরে আহত দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ও পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কবিরের মৃত্যু হয়।

আহত টিটুর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।