গোপালগঞ্জ সদর উপজেলায় ইজিবাইকচালক জাহিদুল ইসলাম বাবুকে (১৭) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। খবর যুগান্তরের।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়া এলাকার খালিদ ফকির, একই এলাকার রাজ্জাক মোল্লা ও বিপুল ফকির, মুকসুদপুরের বেসপুর এলাকার হাসান শেখ এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হোসিয়ার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যা. শহিদুজ্জামান খান পিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৫ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে জাহিদুল ইসলাম বাবুর ইজিবাইকটি ভাড়া করেন পাঁচজন। রাতেই কাশিয়ানী উপজেলায় গোপালপুরে রাস্তার পাশে তাঁকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রাখে যায় দুর্বৃত্তরা।

এরপর ৩০ সেপ্টেম্বর ওই ইজিবাইকচালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ অক্টোবর নিহতের বাবা নজরুল মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।