হাইওয়ে পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

মহাসড়কে গাড়ি চালানোর সময় অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিছু বিষয় খেয়াল করলে এ ধরনের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

গাড়ি চালানোর আগে করণীয় কী কী, সে বিষয়ে ফেসবুক পেজে সচেতনতামূলক পোস্টার প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ।

এতে বলা হয়, গাড়ি চালানোর আগে জ্বালানি দেখে নেওয়া উচিত। পাশাপাশি ব্রেক অয়েল, পানি ও চাকার হাওয়া চেক করে নিতে হবে।

পোস্টারে আরও বলা হয়, গাড়ির ব্যাটারি কানেকশন দেখা জরুরি। পাশাপাশি গাড়ির কাগজপত্র সঙ্গে রাখা এবং মবিলের লেভেল দেখাও জরুরি।