গায়ানার মাহদিয়া শহরের একটি বিদ্যালয়ের ডরমিটরিতে গত রোববার (২১ মে) অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

অগ্নিকাণ্ডের শিকার বিদ্যালয়টির নাম মাহদিয়া সেকেন্ডারি স্কুল। গায়নার রাজধানী জর্জটাউন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এর অবস্থান। খবর এএফপির।

অগ্নিকাণ্ডে আহতদের সব ধরনের সুবিধা দিতে জর্জটাউনের দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী।

উদ্ধারকাজ চালানোর জন্য সেখানে বেসরকারি ও সামরিক বাহিনীর উড়োজাহাজ পাঠানো হয়েছে । তবে ভারী বৃষ্টির কারণে তা ব্যাহত হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার জনসংখ্যা মাত্র আট লাখ। দেশটির মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন। একসময় ডাচ ও ব্রিটিশদের উপনিবেশ ছিল দেশটি।