গাম্বিয়ায় গত অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। ৫ হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া এই বন্যায় দিন দিন ক্ষয়ক্ষতি বাড়ছে।

গাম্বিয়ার দুর্যোগ সংস্থা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির (এনডিএমএ) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এনডিএমএ বৃহস্পতিবার জানিয়েছে, ৩০ ও ৩১ জুলাই ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যায় পাঁচ বছরের কম বয়সী ৮ সহস্রাধিক শিশুসহ কমপক্ষে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লাখো মানুষের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটি বলেছে, পানিসম্পদ বিভাগ রাজধানী বানজুলে দুদিনের ব্যবধানে ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। শহরতলিগুলোর জনবসতিই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি।