মার্সিডিজ বেঞ্জ ও টয়োটা হ্যারিয়ার গাড়ির পার্টস চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন তামজিদ হোসেন শুভ ও মো. সিয়াম।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন পিপিএম (বার) ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করেন তামজিদ ও সিয়াম। ওই সময় চালক ৯৯৯-এ ফোন করলে তাঁদের গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি বলেন, তারা শুধু মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ইত্যাদি চুরি করে। পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দেন। যে ব্যক্তির গাড়ির পার্টস চুরি হয়, তিনি যখন আবার এ ধরনের পার্টসের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তাঁর কাছেই উচ্চ মূল্যে এগুলো বিক্রি করা হয়। লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দাম বেশি। তাই তাঁরা এগুলো তাঁরা চুরি করেন। এসব গাড়ির লুকিং গ্লাস, লোগো, স্টিকারের দাম প্রায় এক লাখ টাকা।

ওসি আরও জানান, গ্রেপ্তার শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর নামে চারটি ও সিয়ামের নামে তিনটি মামলা রয়েছে।