গাজীপুরে পুলিশের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতির সময় গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

গাজীপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বাসন থানা এলাকা থেকে ২৬ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চার আসামির নাম বাবু (২২), মোকছেদ (২০), জাহিদ (২৩) ও সাজেদা আক্তার ওরফে বিথী (২০)।

জিএমপি জানায়, জিএমপির বাসন থানা-পুলিশের একটি দল ২৬ এপ্রিল দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাসন থানার নলজানি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময় বাবু, মোকছেদ, জাহিদ ও সাজেদাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু, একটি সুইস গিয়ার ও একটি কাঁচি জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, মাদক ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। নতুন করে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে।