হত্যাকাণ্ডের শিকার শিশু সিহাব হোসেন ও তাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার নাসির মিয়া। ছবি: পুলিশ নিউজ

গাজীপুরের পুবাইলের মাজুখানে নির্যাতন করে শিশু সিহাব হোসেনকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ হত্যা মামলায় আসামি নাসির মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।

গ্রেপ্তার নাসির মিয়ার বাড়ি নোয়াখালীর কবিরহাটের সোনাপুর জমিদারহাট এলাকায়। তিনি গাজীপুরের পুবাইলের মাজুখান বাগেরটেকের ময়দার মিলের কাছে সাঈদ বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ জানায়, মামলার বাদী নাছিমা বেগম ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর নাতি সিহাব হোসেনকে খোঁজাখুঁজি করেও পাননি। পরের দিন স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুবাইল থানাধীন উত্তরপাড়া এলাকায় বসতবাড়ির সামনে ৬ বছর বয়সী সিহাবের মরদেহ শনাক্ত করেন নাছিমাসহ পরিবারের অন্য সদস্যরা।

পুলিশ আরও জানায়, সিহাবের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর নাছিমা বাদী হয়ে পুবাইল থানায় হত্যা মামলা করেন।
মামলাটি শুরুতে পুবাইল থানা পুলিশ তদন্ত করে কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই গাজীপুর মামলা তদন্তের ভার পায়। দীর্ঘ তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার আসামি নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।

পিবিআই জানায়, ঘটনার দিন নাসির বাসায় নীল ছবি দেখছিলেন। ওই সময় তার কক্ষে ঢুকে পড়েছিল শিশু সিহাব। এর একপর্যায়ে শিশুটিকে বলাৎকার করতে চান নাসির। ওই সময় শিশুটি চিৎকার দিলে নাসির তার মুখ চেপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশুটি।

হত্যার পরের দিন সিহাবের মরদেহ সালাম মুন্সির বাড়ির পাশে নাসির রেখে দেন বলেও জানায় পুলিশ। এ ঘটনায় আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।