গ্রেপ্তার দুই আসামি। ছবি: জিএমপি

গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী স্থানে ছিনতাইয়ের সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছেন দুজন ব্যক্তি।

গ্রেপ্তার আসামিদের একজন ২৬ বছরের রিপন। তিনি চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীবাড়ি এলাকার বাসিন্দা। আরেকজন হলেন ২৪ বছরের রাজু। তিনি নওগাঁর মান্দা উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়।

জিএমপি জানিয়েছে, ৪০ বছরের রুবেল মন্ডল পেশায় গার্মেন্টস কর্মী। তিনি বগুড়া থেকে রোববার ভোর ৪টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় এসে গাড়ি থেকে নামলে দুজন ছিনতাইকারী মোটরসাইকেলে তাঁর কাছে আসেন। এরপর গলায় ক্ষুর ও কাঁচি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় কাশিমপুর থানা-পুলিশ ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগী ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিদের নামে কাশিমপুর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।