গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ছবি: বাংলাদেশ পুলিশ
টুর্নামেন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি উপস্থাপনা ছিল। ছবি: বাংলাদেশ পুলিশ

মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে শুরু হয়েছে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। এর আয়োজন করেছে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকত উল্লাহ খাঁন। ছবি: বাংলাদেশ পুলিশ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ২৫ ডিসেম্বর (শনিবার) এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকত উল্লাহ খাঁন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম পিএএ, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ গাজীপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯-এর একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ