পুলিশ ক্যাফে উদ্বোধনের পর দোয়া করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ ।

পুলিশ সদস্যদের কল্যাণের লক্ষ্য নিয়ে গাইবান্ধা জেলা পুলিশ এক মহতী উদ্যোগ নিয়েছে। একটি কো- অপারেটিং সোসাইটি গঠন করে এর সদস্যদের অর্থায়নে জেলার প্রাণ কেন্দ্রে ‘পুলিশ ক্যাফে’ নামে একটি অত্যাধুনিক চীনা রেস্তোরাঁ এবং সদর থানার পাশে ‘পলমল’ নামে একটি অত্যাধুনিক সুপারশপ নির্মাণ করেছে।

গত ২০ আগষ্ট রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, বিপিএম এই পুলিশ ক্যাফে ও সুপারশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফিতা কেটে পলমল সুপারশপের উদ্বোধন করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল খায়েরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদ্যসগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ।

উদ্বোধনের পর প্রধান অতিথিসহ উপস্থিত সুধীবৃন্দ পুলিশ ক্যাফে ও পলমল সুপারশপ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনের পর পলমল সুপারশপ ঘুরে দেখছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য যে, পুলিশ ক্যাফেতে উন্নত মানের খাবার এবং পলমল সুপারশপে দেশি-বিদেশি মানসম্মত বিভিন্ন ধরনের পণ্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।