রাজধানীর চকবাজার থেকে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন উত্তম কুমার দাস, মো. সাহিল আহাম্মেদ পিয়াস ও হোসনেয়ারা বেগম।

চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইউম বলেন, চকবাজারের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজারের দক্ষিণ পাশের রাস্তায় এক মাদক কারবারি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটের দিকে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় উত্তমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

ওসি বলেন, পরে উত্তমের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৫০ মিনিটে মতিঝিল থানার গুপিবাগ রেলওয়ে কলোনী এলাকা থেকে সাহিল ও হোসনেয়ারাকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, চকবাজার মডেল থানার মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।