খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশের অভিযানে গাঁজা, ফেনসিডিলসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সদর মডেল থানা এলাকার একটি বাস কাউন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কসবা উপজেলার নওয়াপাড়ার নুর ইসলামের স্ত্রী সেলিনা (৪০) ও নরসিংদীর মাধবদী উপজেলার গঙ্গারচর মেঘনাবাজারের আব্দুল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০)।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাইওয়ে কুমিল্লা রিজিওনের খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মনির মিয়া সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদরের ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন মামুন বাস কাউন্টারের সামনে গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রী সেলিনা ও কুলসুমকে গ্রেপ্তার করেন তাঁরা।

এ সময় তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।