পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (১ জুন) নগরীর কাউনিয়া থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন নগরীর কাউনিয়া থানা এলাকার মো. সুমন খন্দকার (২৩) ও মো. ওমর ফারুক মাঝি (৩০)।

বিএমপি ডিবি জানায়, আসামি সুমনের কাছ থেকে ৫০০ গ্রাম এবং ফারুকের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। কাউনিয়া থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।