পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৩১ মে) রাতে দামুড়হুদা থানাধীন মুক্তারপুর মোল্লার বাজার গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন দামুড়হুদা থানা এলাকার মো. তৈয়ব আলী (৩২) ও মো. জজ মিয়া (২৩)।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।