রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছর অন্যতম খাদ্যশস্য গম ও ভুট্টা আমদানি ব্যাহত হচ্ছে। গম ও ভুট্টার সংকট কাটাতে দেশীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ দুই খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে চাষিদের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল করবে বাংলাদেশ ব্যাংক। খবর নিউজ বাংলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের তহবিলের আওতায় গম-ভুট্টা চাষের জন্য কৃষক সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। সবশেষে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই বিষয়টি নিয়ে সার্কুলার জারি করা হবে।

প্রতিবেদনের তথ্য বলছে, তিন বছর মেয়াদি এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো শূন্য দশমিক ৫ শতাংশ সুদে অর্থ পাবে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেবে। চলতি বছরের ডিসেম্বর থেকে এ তহবিলের মেয়াদ শুরু হবে।