২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামক প্রামাণ্যচিত্র এই অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ সুপার বলেন, “২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী যখন ঢাকার  রাজারবাগ পুলিশ লাইনসে হামলা চালায়, আমাদের পুলিশ পিছু হটে যায়নি। পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্রের বিপক্ষে সামান্য থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ পুলিশ বাহিনীই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র যুদ্ধ শুরু করে। এমন গৌরবোজ্জ্বল অতীত অন্য কোনো বাহিনীর নেই।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।