বরিশালের অশ্বিনীকুমার টাউন হল প্রাঙ্গণে শুক্রবার মোহনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

নগরীর অশ্বিনীকুমার টাউন হল প্রাঙ্গণে শুক্রবার বেলা ১১টার দিকে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে চ্যানেলটির এক যুগ পূর্তির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার মোহনা টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে বিএমপির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘গণমাধ্যম হলো সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশ ও সমাজের কল্যাণে এই স্তম্ভকে একটি সুন্দর বিকাশমান ধারায় নিয়ে আসতে অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মতো মোহনা টেলিভিশনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘সব গণমাধ্যমের একটি বিশেষত্ব থাকে। তেমনি মোহনা টেলিভিশনেরও একটি বিশেষত্ব রয়েছে। আর তা হলো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশের ঐতিহ্য তুলে ধরতে মোহনা টেলিভিশন সব সময়ই এক পা এগিয়ে থাকে।’

ওই সময় তিনি এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে মোহনা টেলিভিশন আরও ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।