পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

নেত্রকোণা জেলার সদর মডেল থানার পুলিশ একটি গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামির নাম মো. বাবুল মিয়া (৫৫)। গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে,নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম নেত্রকোণা মডেল থানাধীন মৌগাতি ইউনিয়নের হাটখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।

আদালত ২০১৬ সালে গণধর্ষণ মামলাটির রায় ঘোষনা করেন। ওই রায়ে আসামী বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন বাবুল মিয়া।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ইতিমধ্যে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব আরোপ করেন।তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা সদর মডেল থানার একটি টিম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।