পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন গ্রহণ করছেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: পুলিশ নিউজ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বয়রা এলাকার পুলিশ লাইনস মাঠে প্যারেড পরিদর্শন করেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

পরিদর্শনের পর পুলিশ কমিশনার প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে প্যারেডের আরও উৎকর্ষ সাধন এবং মানোন্নয়নের জন্য দিকনির্দেশনা দেন। প্যারেডে অংশগ্রহণকারী সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্ মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

প্যারেডে কেএমপির নারী পুলিশ সদস্যদের একাংশ। ছবি: পুলিশ নিউজ

এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম।

অন্যদের মধ্যে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার; অফিসার ইনচার্জ; আরআই পুলিশ লাইনস ও সিটিএসবি, ট্রাফিক এবং ডিবির অফিসাররা উপস্থিত ছিলেন।