খুলনা প্রেসক্লাবে ঈদমেলা উদ্বোধনের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঈদমেলার উদ্বোধন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

খুলনা প্রেসক্লাবের সহযোগিতায় ও খুলনা অনলাইন শপিংয়ের আয়োজনে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরের দিকে মেলার উদ্বোধন করা হয়। মেলা শেষ হবে আগামী শনিবার (৮ জুন)।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তাদের ৫৯টি স্টল রয়েছে এই ঈদমেলায়। স্টলগুলোতে দেশি পোশাক, গয়না, ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে।

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খুলনা জেলা যুবলীগের সভাপতি রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, খুলনা প্রেসক্লাবের সাব্বির খান দীপ, খুলনা অনলাইন শপিংয়ের নারী উদ্যোক্তা ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।