খুলনা নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল জব্দ করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনার সমুদ্র উপকূলে এবং বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে চার লাখ মিটারের বেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং ৬৫ হাজার পিস বাগদা চিংড়ির রেনু ও ৮০ কেজি কাকড়া উদ্ধার করে খুলনা নৌ পুলিশ।

নৌ পুলিশ খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অন্য পুলিশ সদস্যরা আজ ৩ অক্টোবর সোমবার উপকূলে ও বিভিন্ন থানার নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ১৬ হাজার ৭০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। এসব জালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। সেই সঙ্গে ৬৫ হাজার বাগদা চিংড়ির রেনু ও ৮০ কেজি কাঁকড়া উদ্ধার করা হয়। অভিযানে পাঁচটি ঝোপ ধ্বংস করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাগদা রেনু ও কাঁকড়া পানিতে ছেড়ে দেওয়া হয়।