খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া ওয়েস্ট সার্কুলার রোডের শফি উদ্দিন ফাতেমা জামে মসজিদের কাছে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল খান (২৫)। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সমীর কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শফি উদ্দিন ফাতেমা জামে মসজিদের পূর্ব পাশে ফয়সালের বসতঘরের সামনে শৌচাগারের ওপরে পুরাতন টিনের ভাঁজের মধ্য থেকে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয় এবং ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল ওই এলাকার আমিনুজ্জামান খান ওরফে আমিন খানের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। ফয়সাল খানের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা, দুটি মাদকের মামলা, সাতটি মারামারি মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় ফয়সালের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।