খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার গণধর্ষণ মামলার আসামি মো. কামরুল ইসলাম ( মাঝে)।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার পুলিশ আজ শনিবার বিশেষ অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। খবর কেএমপির।

কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত অনুমানিক ৯টার সময় এক নারী শিরোমনি পূর্বপাড়া এলাকায় তাঁর স্বামীর সঙ্গে বাসা থেকে বাজারে যাওয়ার জন্য বের হন। পথে মো. কামরুল ইসলাম নামে এক ব্যক্তির ইজিবাইক গ্যারেজের কাছে পৌঁছালে কামরুল ইসলাম (২৪) ও তাঁর তিন সহযোগী তাঁদের ঘিরে ধরে এবং স্বামীকে আটকে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে ওই নারীর এজাহারের পরিপ্রেক্ষিতে খানজাহান আলী থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা গ্রহণ করে। মামলাটি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহরিয়ার হাসান তদন্ত করেন। পরে পুলিশ আজ শনিবার মামলার এজাহারনামীয় আসামি মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এই মামলার এজাহারনামীয় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।