বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। অতি দ্রুত তাঁর হৃদ্‌যন্ত্রের এনজিওগ্রাম করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানান। খবর আজকের পত্রিকার।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

খালেদা জিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন জানিয়ে এ জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। অতি দ্রুত তাঁর হৃদ্‌যন্ত্রে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছে।’

শুক্রবার দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।