সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা-পুলিশ।
গত শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর নয়াবাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি বাবু ওরফে পয়েন্ট বাবুর বাড়ি খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকায়।
খালিশপুর থানা-পুলিশ জানায়, মাদক মামলায় আসামির ১৪ মাস কারাদণ্ড এবং ৬০০ টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।