পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ভারতীয় নাগরিকসহ মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার সদস্যরা। এ সময় পাচার হতে যাওয়া এক নারীকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) ঝিনাইদহের মহেশপুর থানাধীন সীমান্তবর্তী বাঁশবাড়ীয়া মাটালি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খুলনার দীঘলিয়া থানা এলাকার সোনিয়া খাতুন (২৩) ও কুলসুম বেগম (২৫) এবং ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের শেখ জাবেদ (৩৫)।

পুলিশ জানায়, বিথী খাতুন (১৯) নামের এক নারী নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বজনেরা। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারকালে বিথীকে উদ্ধার এবং তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে খানজাহান আলী থানায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।