আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে গাঁজার গাছ। ছবি: বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ি জেলার গুইমারা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ২৫টি গাঁজার গাছ জব্দ করেছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে গুইমারা থানা-পুলিশের একটি বিশেষ টিম আজ ১৬ জানুয়ারি সকালে ওই থানাধীন ১ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া নামক স্থানে দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে সাড়ে ৩ একরের বেশি পরিত্যক্ত ভূমিতে চাষাবাদরত অবস্থায় ৩ হাজার ২৫টি গাঁজা গাছ জব্দ করে। এসব গাছের মোট ওজন ৩০ হাজার ২৫০ কেজি, যার আনুমানিক মুল্য ৩০ কোটি ২৫ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কতিপয় অসাধু ব্যবসায়ী এ গাঁজার বাগান করেছেন বলে জানা গেছে।

পরে উপস্থিত বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলমের উপস্থিতিতে জব্দ করা গাঁজার মধ্যে ১৫ কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষণ করে বাকি ৩০ হাজার ২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।